Sunday 11 May 2014

প্রশ্নঃ আলামুন অর্থ কি?




আলামুন আরবী এক বচনবিশিষ্ট শব্দ যার বহুবচন হল আলামীন। আলামুন অর্থ হল পৃথিবীতে আল্লাহ ছাড়া আর যা কিছু সবকিছুর অন্তর্ভূক্ত হল আলামুন। যা দেখে আমরা কোনকিছু উপলব্দ্বি করতে পারি। পারতপক্ষে আমরা আল্লাহ পাকের সৃষ্টি জগৎ থেকে তার পরিচয়ের ব্যাপারে সম্যক ধারনা লাভ করতে পারি।  তাই সূরা ফাতিহাতে এই কথাটি ব্যবহৃত হয়েছে।

অন্য একটি মতামত হল এই যে, আলামুন দ্বারা জ্বিন,ইনসান ও ফিরিশ্তাগণকে বুঝানো হয়েছে।

৩য় মতটি হল এই যে, আলামুন দ্বারা সমগ্র মানবজাতিকে বুঝানোর মূল উদ্দেশ্য। কারণ মানব সভ্যতাকে জগতসমূহের স্থলাভিষিক্ত করা হয়েছে। কারণ মানবজাতির অস্তিত্বশীল বস্তুর সার নির্যাস।

আল-মাওয়ার্দী বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতর যা কিছু আছে সব কিছুই আলামুনের অন্তর্ভূক্ত।

সর্বশেষ বক্তব্য হল এই যে, দুনিয়া ও আখিরাতের ভিতর যা কিছু আছে সব কিছুই আলামুনের অন্তর্ভূক্ত।



No comments:

Post a Comment

৩৮ তম বিসিএস এর রেজাল্ট

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে পিএসসি। বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ কথা নিশ্চিত করেন। ...