Wednesday, 21 May 2014

কেস স্টাডি



সমাজ গবেষণার জন্যে এটি একটি গুরুত্বপূর্ণ কৌশল। ফেড্রিক লিপে সর্বপ্রথম পারিবারিক বাজেট সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই পদ্বতি আবিষ্কার করেন। পরবর্তীতে হার্বাট স্পেনসার তার বিভিন্ন ধরনের গবেষণামূলক কর্মকাণ্ডের উপর তার প্রয়োগ ঘটান। আর এর মূল লক্ষ্য হল নির্দিষ্ট সমস্যা বের করে তার জন্যে সুষ্ঠু সমাধানের পথ খুঁজে বের করা। এ পদ্বতি সমাজকর্ম,আইন,চিকিৎসাবিদ্যা,মনোচিকিৎসা,শিক্ষা, সমাজবিজ্ঞান,মনোবিজ্ঞান,অর্থনীতি ইত্যাদি ক্ষেত্রে সাফল্যের সাথে প্রয়োগ করা যাচ্ছে।

কেস স্টাডির সংজ্ঞা প্রদান করতে গিয়ে পি.ভি ইয়ং বলেন-

এটি হল সামাজিক এককের জীবনধারা উদ্ঘাটন ও বিশ্লেষণের একটি পদ্বতি সেই একক একজন ব্যক্তি, একটি পরিবার, প্রতিষ্ঠান, সংস্কৃতিদল বা গোত্র হতে পারে।

The Social work Dictionary তে বলা হয়েছে-

সাধারণত দীর্ঘ সময় ধরে একটি সামাজিক ইউনিটে একজন গবেষকের বহুবিধ বৈশিষ্ট্য নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষণের মাধ্যমে মূল্যায়ন করা হল কেস স্টাডি।

কোন বাস্তব ঘটনাকে ব্যষ্টিক বিশ্লেষণ বলা হয়। এটি একটি গবেষণা পদ্বতি। সামাজিক একক বিশ্লেষণ পদ্বতি। দীর্ঘ সময়ব্যপী কোন দল,ব্যক্তি বা গোষ্ঠীর সামগ্রিক অবস্থা নিয়মতান্ত্রিকভাবে বিশ্লেষণ করাকে কেস স্টাডি বলা হয়।

এটিকে একটি গুণগত,সর্বাত্মক,প্রগাঢ়,সর্বব্যপী, অন্তর্দৃষ্টি উদ্দীপক ও সর্বাত্মক প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বৈশিষ্ট্য

১. এটি সমাজ গবেষণায় বর্ণনামূলক,উদ্ঘাটনমূলক ও অনুসন্ধানমূলক একটি কৌশল।

২. কতিপয় ব্যক্তি,এক গোষ্ঠী,সমষ্টি,প্রতিষ্ঠান,ঘটনা ও অবস্থানকে একক হিসেবে বিবেচনা করা যায়।

৩. সমস্যা সমাধানে অধিক মাত্রায় প্রয়োগমুখী

৪. নমনীয় প্রকৃতির অনুসন্ধান প্রকৃতি

৫. এটি গুণাত্মক অনুসন্ধান পদ্বতি

ধাপসমূহ

১।বিষয় নির্বাচনঃ
 কেস স্টাডি শুরু করার সময়ে প্রয়োজনীয় বিষয় নির্বাচন করতে হবে।যেমনঃ গ্রামীণ দারিদ্র্য সম্পর্কে যদি কেউ জানতে চায় তাহলে তাকে এর জন্যে প্রথমেই একটি গ্রাম নির্বাচন করতে হবে।

২। তথ্য সংগ্রহের উৎস ও মাধ্যম নির্ধারণ করাঃ
এই কারণে একজন গবেষককে প্রাথমিক উৎসসমূহ তথা কোন ব্যক্তির সাক্ষাৎকার হোক কিংবা যেকোন ধরনের পর্যবেক্ষণের মাধ্যমে তা হতে পারে। অন্যদিকে তা মাধ্যমিকভাবে হতে পারে যেকোন ধরনের ডকুমেন্ট,রেকর্ড,সাহিত্য,ব্যক্তিগত লেখা ইত্যাদি থেকে। নির্ভুল তথ্য সংগ্রহের জন্যে তা উৎস ও উপকরণ থেকে অত্যন্ত সতর্কতার সাথে তা সংগ্রহ করতে হবে।

৩। তথ্য সংগ্রহ,
 বিশ্লেষণ এবং সুপারিশমালা প্রণয়ণঃ এই কাজটি কৌশলগত ও বর্ণনাত্মক উপায়ে বের করতে হবে।

সুবিধা

১। পরবর্তী গবেষণাক্ষেত্র প্রস্তুত করা।

২। কোন একক সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভ করা যায়।

৩। কোন ব্যক্তি বা গোষ্ঠীর আবেগ,মানসিকতা জানা যায়।

৪। নমুনায়নের প্রয়োজনীয়তা নেই।

৫। সামাজিক ইউনিটের গভীর ও নিবিড় পর্যালোচনা বা অনুসন্ধান,তাই এই পদ্বতি সংশ্লিষ্ট ইউনিটের আচরণিক বিন্যাস পূর্ণাংগভাবে উপলব্দ্বিতে সহায়তা করে।

৬।উপাত্তসমূহে অনুসিদ্বান্ত যাচাইয়ে সহায়তা।

৭। ঐতিহাসিক বিশ্লেষণে সহায়তা প্রদান করে বলে এখানে অতীত সম্পর্কে জানতে সহায়তা করে থাকে।

৮। গবেষকদের অভিজ্ঞতাকে সমৃদ্ব করে,ফলে গবেষকের বিশ্লেষণ ক্ষমতা ও দক্ষতা বৃদ্বি পায়

তথ্য সংগ্রহে উপযুক্ত কৌশল তৈরীতে সাহায্য করে।

অসুবিধা

১। অতিমাত্রায় আত্মকেন্দ্রিক

২। মূল্যবোধ মিশ্রিত,অপ্রাসঙ্গিক ও পক্ষপাতদুষ্ট তথ্য পাওয়ার সম্ভাবনা থাকে।

৩। আলোচনার সুযোগ কম

৪। Document Journal ইত্যাদি সহজলভ্য নয়।

৫। মাত্রারিক্ত সময় ও ব্যয়বহুল।

৬। যেসকল অনুমিতের উপর তথ্য সংগ্রহ করা হয় তা সর্বদা বাস্তবসম্মত নায় তাই তা সর্বদা সন্দেহমুক্ত নয়।

৭। এই পদ্বতি কেবল সীমিত পরিসরে ব্যবহার করা যায় যা বৃহৎ কোন সমাজে তা ব্যবহার করা যায় না।

৮। সাধারণীকরণ ও তুলনাকরণের কোন সুযোগ নেই।


৯। তথ্য সংগ্রহের উপকরণ সর্বদা সহজলভ্য হয় না।  

2 comments:

  1. আমি একজন ব্লগার হতে চাই
    আমি কি আমার দেখা বা শুনার কথাগুলো কেস স্টাডি হিসেবে লিখতে পারবো?

    ReplyDelete
  2. আসলে এখানে যে ধরনের কেস স্টাডির কথা বলা হয়েছে তা সমাজবিজ্ঞানীদের জন্য।
    আমাদের আশেপাশে হরহামেশা ঘটে যাওয়া ঘটনা গুলোই একসময় আমাদের নিকট ইতিহাস হয়ে যায়।
    আপনি যদি কেস স্টাডিগুলো ইতিহাস হিসেবে লিখে রাখতে চান তা অবশ্যই পারবেন।
    আমাদের ব্লগসাইটে আপনাকে স্বাগতম ।
    আপনার কেস স্টাডি প্রেরনের অপেক্ষায় রইলাম।

    ReplyDelete

৩৮ তম বিসিএস এর রেজাল্ট

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে পিএসসি। বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ কথা নিশ্চিত করেন। ...