Sunday, 11 May 2014

প্রশ্নঃ আলহামদুলিল্লাহের তাফসীর কর।



সকল প্রশংসা একমাত্র আল্লাহর তায়ালার জন্যই খাস। তিনি একমাত্র কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। তিনি সকলকে কেবল দান করে যান।তিনি আমাদেরকে এতবেশী দান করেছেন যে, সেই ব্যাপারে কুরআনে বলা হয়েছে, তোমরা কখনও তার নিআমত গণনা করে শেষ করতে পারবে না। আমরা যেন তার আদেশ নিষেধ মেনে চলতে পারি তার জন্যে তিনি আমাদেরকে শারীরিক সুস্থতা দান করেছেন। তিনি আমাদেরকে এই পৃথিবীতে এত নিআমত দান করার পরেও আমরা আখিরাতে কিভাবে চিরস্থায়ী যিন্দেগীর জন্যে জান্নাত লাভ করতে পারবে সেজন্যে তিনি আমাদের বেশকিছু নিয়ম-কানূন শিখিয়ে দিয়েছেন। তাই তার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ। এক কথায় কেবল তিনি প্রশংসা পাওয়ার যোগ্য।


No comments:

Post a Comment

৩৮ তম বিসিএস এর রেজাল্ট

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে পিএসসি। বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ কথা নিশ্চিত করেন। ...