কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সেগমেন্টে দুটিতেই ডিটেইল ভাবে বলে দেওয়া আছে কি কি পড়তে হবে। যেকোন গাইড বই নিয়ে এই টপিকগুলো পড়ে ফেলুন। বিষয়গুলো প্রাথমিক লেভেলে জানলেই হবে, খুব ডিটেইলে যাব্র প্রয়োজন নাই। পূর্বের বছরগুলোতে এই সেগমেন্টে আগর প্রশ্নগুলো রিভিউ করুন। কমন পড়বে ইনশাআল্লাহ। আর সমসাময়িক বিভিন্ন ব্যাংক, বীমা ও সরকারী প্রতিষ্ঠানে কম্পিউটার সংক্রান্ত বিষয়ে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুল পড়লেও কমন পাবেন।
এছাড়া এই বিষয়ক নিচের বইগুলো দেখতে পারেন
১) বিসিএস অ্যাসুরেন্স ডাইজেস্ট
২) মাধ্যমিক কম্পিউটার বিজ্ঞান
৩) কারেন্ট অ্যাফেয়ার্স
৪) প্রফেসর’স এর জব সল্যুশন
আর সবশেষ ভরসা ইন্টারনেট। টপিক ওয়াইজ সার্চ দিলে আপনার চেয়ে বেশি আর কেউ জ্ঞানার্জন করতে পারবে না।
No comments:
Post a Comment