Sunday, 25 January 2015

অর্থনৈতিক সমীক্ষা-২০১৪


১. জনসংখ্যা ( ২০১৩-২০১৪ সাময়িক প্রাক্কলন):১৫ কোটি ৫৮ লাখ
জনসংখ্যা ( ২০১১ শুমারি) ১৪ কোটি ৯৭ লাক ৭০ হাজার
২. জনসংখ্যা বৃদ্ধির হার :১.৩৭ %
৩.পুরুষ: মহিলা: ১০০.৩:১০০
৪ জনসংখ্যার ঘনত্ব : ১০১৫ জন/কি.মি
৫. স্থূল জন্মহার ( প্রতি ১০০০ জনে) : ১৯.২ জন
৬. স্থুল মৃত্যুহার : ৫.৫ জন
৭. শিশু মৃত্যুহার [ একছরের কমবয়সী( প্রতি হাজার জীবিত জন্মে)]: ৩৫ জন
৮.মহিলা (১৫-৪৯ বছর) প্রতি উর্বরতা হার: ২.১১ জন
৯. গর্ভনিরোধক ব্যবহারের হার : ৫৮. ৪%
১০. গড় আয়ুষ্কাল : ৬৯ বছর; পুরুষ>৬৭.৯ ও মহিলা>৭০.৩ বছর
১১.প্রথম বিবাহে গড় বয়স: পুরুষ ২৪.৯ বছর মহিলা ১৮.৬ বছর
১২.সাক্ষরতার হার ( ৭ বছর+) : ৫৭.৯% পুরুষ ৬১.১% মহিলা ৫৪.৮%
১৩. চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয়: ৯২,৫১০টাকা বা ১,১৯০ মার্কিন ডলার
১৪. চলতি মূল্যে মাথাপিছু জিডিপি :৮৬,৭৩১ টাকা বা ১১১৫ মার্কিন ডলার

No comments:

Post a Comment

৩৮ তম বিসিএস এর রেজাল্ট

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে পিএসসি। বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ কথা নিশ্চিত করেন। ...