কিছু মানুষ জীবনের প্রতি ক্ষেত্রে, কাজে কর্মে অন্যদের চেয়ে বেশি সফলতা পায় কিভাবে? IQ এবং কর্মপদ্ধতি গুরুত্বপূর্ণ নির্ধারক হলেও এটাই সব নয়।আমাদের মানসিক বুদ্ধিমত্তা – আমরা কিভাবে আমাদের ইমোশনকে নিয়ন্ত্রন করি নিজের মধ্যে এবং অপরের সাথে – এই ব্যাপারটিও অন্যতম গুরুত্ব বহন করে জীবনে আমাদের সফলতা নির্ধারণে।আপনি কতটা আত্মবিশ্বাসী,লক্ষ্য অর্জনে আপনি কতটা যত্নবান, পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে আপনি কতটা সক্ষম,-- এ সব কিছুই একজনের মানসিক বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের মাপকাঠি ।
আপনি মানসিক ভাবে কতটা পরিপক্ক তা নির্ধারণে অনেকগুলো নির্ধারক আছে, তার মধ্যে ১০ টি নির্ণায়ক উল্লেখপূর্বক সংক্ষেপে আলোচনা করা হল--
১* অচেনা মানুষের ব্যাপারে জানতে আগ্রহী----
আপনি মানসিক ভাবে কতটা পরিপক্ক তা নির্ধারণে অনেকগুলো নির্ধারক আছে, তার মধ্যে ১০ টি নির্ণায়ক উল্লেখপূর্বক সংক্ষেপে আলোচনা করা হল--
১* অচেনা মানুষের ব্যাপারে জানতে আগ্রহী----
আপনি নতুন মানুষের সাথে পরিচিত হতে, তাদের নানা প্রশ্ন করতে আগ্রহ বোধ করেন ? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হাসুন কারন মানসিক পরিপক্কতার একটি গুরুত্বপূর্ণ উপাদান আপনার মধ্যে আছে ।
২* আপনার মধ্যে নেত্রীত্তের গুণাবলী বিদ্যমান –
২* আপনার মধ্যে নেত্রীত্তের গুণাবলী বিদ্যমান –
সাইকলোজিস্ট ড্যানিয়েল গল ম্যান এর মতে, যাদের মধ্যে নেতৃত্তের গুণাবলী আছে তারা মানসিক ভাবে অনেক বুদ্ধিমান ও পরিপক্ক হয়ে থাকেন। মেধা, নির্দিষ্ট কর্মপদ্ধতি, জয়ের আকাঙ্খা, যাদের মধ্যে বিদ্যমান তারা নেতৃত্বগুন সম্পন্ন হয়ে থাকেন ।
৩* শক্তিশালী দিক ও দুর্বলতা সম্পর্কে ওয়াকিফহাল----
৩* শক্তিশালী দিক ও দুর্বলতা সম্পর্কে ওয়াকিফহাল----
মানসিক ভাবে পরিপক্ক ব্যাক্তি নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানেন এবং নিজের শক্তির জায়গাগুলো সঠিক ভাবে কাজে লাগিয়ে লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে থাকেন।
৪* একজন মনোযোগী শ্রোতা---
৪* একজন মনোযোগী শ্রোতা---
মানসিক ভাবে পরিপক্ক একজন মানুষ আপনার কাজ সম্পর্কে সচেতন হন এবং একি সাথে একজন মনোযোগী শ্রোতা হয়ে থাকেন।
৫* যখন মন খারাপ হয় তখন মানসিক ভাবে যথেষ্ট পরিপক্ক একজন ব্যাক্তি বুঝতে পারেন ঠিক কি কারনে তার মন খারাপ হল।
৬* সবসময় একজন ভালো ও নীতিবান মানুষ হওয়ার চেষ্টা করেন—
৫* যখন মন খারাপ হয় তখন মানসিক ভাবে যথেষ্ট পরিপক্ক একজন ব্যাক্তি বুঝতে পারেন ঠিক কি কারনে তার মন খারাপ হল।
৬* সবসময় একজন ভালো ও নীতিবান মানুষ হওয়ার চেষ্টা করেন—
একজন মানসিক পরিপক্ক ব্যাক্তি সবসময় অপরের কল্যাণে এগিয়ে যেতে ভালোবাসে, সবসময় নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকে।
৭* মানুষের মুখাব্যাক্তি পরতে পারদর্শী------
৭* মানুষের মুখাব্যাক্তি পরতে পারদর্শী------
আপনি যদি আপনার সামনের বক্তার মুখাব্যক্তি দেখে বলে দিতে পারেন তার মনের ভেতর কি কাজ করছে তাহলে ভাই আপনি সেই লেভেলের মানসিক পরিপক্ক একজন ব্যক্তি।
৮* ভেঙ্গে পরলে কিভাবে আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হয় তা জানেন ---
৮* ভেঙ্গে পরলে কিভাবে আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হয় তা জানেন ---
মানসিক ভাবে পরিপক্ক একজন ব্যাক্তি কোন ব্যর্থতায় ভেঙ্গে পরলে আবার মাথা উচু করে দাঁড়াবার সক্ষমতা রাখেন।
৯* কে ভাল কে খারাপ তা নির্ণয়ে যথেষ্ট পারদর্শী হলে আপনি মানসিক ভাবে যথেষ্ট পরিপক্ক একজন ব্যাক্তি।
১০* নিজস্ব চিন্তা ধারায় বিশ্বাসী-----
৯* কে ভাল কে খারাপ তা নির্ণয়ে যথেষ্ট পারদর্শী হলে আপনি মানসিক ভাবে যথেষ্ট পরিপক্ক একজন ব্যাক্তি।
১০* নিজস্ব চিন্তা ধারায় বিশ্বাসী-----
একজন মানসিক পরিপক্ক ব্যাক্তি সবসময় নিজের চিন্তাধারায় বিশ্বাস রাখেন, নিজের সিদ্ধান্তে কাজ করতে সবসময় সচেষ্ট থাকেন । আর এটা একজন মানসিক বুদ্ধিসম্পন্ন ব্যাক্তির অন্যতম গুণ